ইলেকট্রিক হাউস ওয়ারিং পর্ব ১ ।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৬:৫৫ AM | টিউন বিভাগঃ
সম্মানিও ভিজিটর ও টিউনার বন্ধুদের কে স্বাগত জানিয়া আমার আজকের টিউন শুরু করছি।
আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি যে টেক টিউনের ইলেক্ট্রনিক্স বিভাগে তেমন কোন টিউন হচ্ছে না।
তাই আমি একটি ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে এই বিভাগে লেখা শুরু করতে যাচ্ছি ।
আশা করি আপনাদের সহযোগিতা পাব।
টিউন শিরোনাম দেখে অনেকে হয়ত বুঝতে পেরেছেন আমি কি নিয়ে টিউন করতে যাচ্ছি।
আমাদের  প্রত্যকের বাসায় বিদ্যুৎ আছে এবং বাড়িতে সুইচ বোর্ড আছে ।
তো আমি আজকে এই সুইচ বোর্ড কিভাবে ফিটিং করতে হয় তা নিয়ে আলোচনা করব।
FUSE
একটি বোর্ডে সাধারণত FUSE,INDEGETOR,5 PIN SOKET,SUITCH ইত্যাদি যন্ত্র গুলো থাকে।
হয়ত আমরা এগুলো চিনি তবুও এক নজর দেখি।।




এটি হল সুইচ যা কোন কিছু অন অফ করতে কাজে লাগে।


এটি হল indigetor যা বিদ্যুৎ আছে না নেই বোঝার জন্য ব্যবহার করা হয়।

এটি হল ৫ পিন সকেট যা টিভি কম্পিউটার ইত্যদির প্লাগ লাগানোর জন্য ব্যবহার করা হয়।
মুলত এই তিন চার টি যন্ত্র বেশি দেখা যায়।
এবার দেখুন কি ভাবে যন্ত্র গুলো বোর্ডের মধ্যে কানেকশন করা থাকে।
একটু মন দিয়ে দেখুন তাহলে নিজেরাই করতে পারবেন মিস্ত্রি লাগবে না ।


আকাশী রঙের তারটি হল আরতিং ও লাল রঙের তারটি হল কারেন্ট।
বোর্ডের মধ্য ঠিক এই ভাবে কানেকশন করা থাকে।
আর দেখুন একটি টিউব লাইটকে অন অফ কানেকশন করা আছে।
আশা করি বাড়িতে আর মিস্ত্রি লাগেবে না।

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger