Android মজা [পর্ব-৩৭] :: পিসি ছাড়া এবার আপনার Android ফোনে ছবিকে নান্দনিক ডিজাইনে পরিণত করুন! (অসাধারণ ফটো এডিটিং Apps)

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৮:২৫ PM | টিউন বিভাগঃ
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা অনেকে ছবি কাজ বলতে ফটোশপ বুঝি বা কাজ করি, কিন্তু ফটোশপ ছাড়া যে Android ফোনে ছবির কাজ করা যায় সেটা কি জানেন! তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ১৮ মেগাবাইট Android ফোন এর জন্য দারুন এক অসাধারণ ফটো এডিটিং Apps। এই Apps দিয়ে আপনি আমার মত করে আপনার ছবি গুলো সুন্দর করে সাজাতে পারবেন কোন প্রকার বাড়তি ঝামেলা ছাড়া।
তাহলে আর দেরি কেন এখান থেকে Apps টি ডাউনলোড করে নিন, তারপর ইন্সটল করে চালু করুন।

তাহলে বিভিন্ন ডিপল্ট ইফেক্ট দেখতে পারবেন, এবার আপনার পছন্দের মত একটি ইফেক্টের উপর ক্লিক করুন। নিচে আমি একটি ইফেক্ট নিলাম ।

এবার Select Photos বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিগুলো দেখিয়ে নিচের দেখানো মত টিক চিহ্ন বাটনে ক্লিক করুন।

সবশেষ Save বাটনে ক্লিক করে Save করে রাখুন।

সবশেষ উপরের তৈরি হওয়া আমার ছবি।

একই নিয়মে তৈরি করা আরো দুটি ছবি।
১।

২। মাছ ধরা নিয়ে ব্যাস্ত, তবুও মাছ ধরা যাচ্ছে না!

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger