নোট প্যাড যাদু – পর্ব (৩)hacking

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৬:১০ AM | টিউন বিভাগঃ
আজ আমি আপনাদের নোটপ্যাডে লেখা লুকানো ফাইল (hidden text files) তৈরি করা শিখাবো।আপনি কোন third-party ইউটিলিটি ব্যবহার না করে সাধারন লেখা ডেটা গোপন করতে এই সহজ ট্রিকটি ব্যবহার করতে পারেন।

লেখা লুকানো ফাইল (hidden text files)

  • ১. প্রথমে Start Menu তারপর Run টাইপ করুন cmd এবার Enter চাপুন।
  • ২. এবার টাইপ করুন notepad VisibleFile.txt:HiddenFile.txt তারপর Enter চাপুন।আপনি ইচ্ছা করলে VisibleFile txt এর বদলে আপনার পছন্দের নাম দিতে পারেন।Create a New file click Yes as shown below.
  • notepad-trick.jpg
  • ৩. এবার আপনি যা hide করতে চান তা লিখুন এবং সেভ করুন।
  • ৪. আপনি যেখানে ফাইল সেভ করেছেন সেখানে গিয়ে আপনি আপনার VisibleFile txt ফাইল দেখবেন (non-hidden)
    এবার আপনি ফাইলটি খুলতে পারেন এবং যেকোন অন্যান্য স্বাভাবিক লেখা ফাইলে লিখে রাখতে পারেন।
  • invisible-text-file.jpg
    আপনার লুকানো ফাইলটি HiddenFile txt উইন্ডোজ এক্সপ্লোরার অথবা DOS দৃশ্যমান হবে না।
  • ৫. এবার আপনি যদি আপনার গোপন ফাইলটি পড়তে বা লিখেতে চান তাহলে আপনাকে আবারো Start Menu তারপর Run গিয়ে cmd টাইপ করে Enter চেপে আবারো notepad VisibleFile.txt:HiddenFile.txt টাইপ করে Enter চাপতে হবে।যদি আপনি ফাইলের নাম বদলে থাকেন তবে ফাইলের যে নাম দিয়েছেন তা লিখতে হবে।
  • open-hidden-file.jpg
    আপনি যদি দৃশ্যমান ফাইলটি (VisibleFile txt) মুছে ফেলেন তবে আপনার লুকানো ফাইলটি ও মুছে যাবে।

    Ips সংযুক্ত পরীক্ষা

  • ১. নোট প্যাড ওপেন করুন।
  • ২. নিম্নলিখিত লাইন কপি করুন।
  • @echo
    @color 09
    @netstat -n
    @echo.
    @pause
    যে কোন নামের পর.cmd লিখে সেভ করুন।
    আপনার পিসির বর্তমান টিসিপি সংযোগ দেখতে এইটি পরপর দুই বার ক্লিক করুন।

    Previous
    Next Post »
    Designed by MD Nazmul islam

    Powered by Blogger