Android মজা [পর্ব-১]:: এবার আপনি মোবাইলে যা কাজ করবেন সবকিছু রেকর্ড হবে !

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৫:৫০ AM | টিউন বিভাগঃ
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

স্ক্রীন রেকর্ড কি তা আপনাদের বুঝিয়ে বলতে হবে না, তবুও বলছি আমরা যে স্ক্রীনে কাজ করি সেগুলো কে রেকর্ড করার নাম Screen Recorder অথ্যাত আপনি যে কাজ গুলো করবেন সব গুলো রেকর্ড হয়ে যাবে নিমিষে ভিডিও এর মতন, আমরা অনেকে পিসি তে করেছি কিন্তু Android ফোনে যে করা যায় সেটা কি জানেনে! না জানলে আজকে জেনে নিন কিভাবে স্ক্রীন রেকর্ড করতে হয়।
প্রথমে এখান থেকে Screen Recorder Apps টি ডাউনলোড করুন, আর হ্যাঁয় আপনার সেট কিন্তু Root হতে হবে, তারপর ইন্সটল করে চালু করুন।

তাহলে নিচের মত একটি মেনু দেখতে পাবেন, এবার স্ক্রীন রেকর্ড আইকনে ক্লিক করুন ।

এখন আপনি যে কাজ গুলো ফোনে করবেন সবগুলো ভিডিও আকারে সেভ হয়ে যাবে! মজা না! হ্যাঁ এটাই Android এর মজা, আরো মজার Apps আছে ! আপনাদের ভাল লাগলে এক এক করে শেয়ার করব ইনশাআল্লাহ!
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger