নকিয়া জাভা মোবাইলে ফাইল হাইড করুন কোনো সফটওয়্যার ছাড়াই!!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৭:১৬ AM | টিউন বিভাগঃ
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি ভালো।
সফটওয়্যার ছাড়াই নকিয়া জাভা মোবাইল ফোনের ফাইল লুকিয়ে রাখা সম্ভব।
ছট্ট টিউন তবে কাজে লাগবে আশা করি।
চলুন শুরু করি,
আপনার নকিয়া জাভা ফোনে একটি ফোল্ডার তৈরি করুন এবং তার নামের শেষে .jad লিখুন। আগে বানানো হলেও অসুবিধা নাই।
ধরুন আপনি music.jad ফোল্ডার বানালেন এবার আপনি যে ফাইল গুলো লুকিয়ে রাখতে চান সেগুলো ঐ ফোল্ডারে মুভ করুন।
এখন একই নামে আর একটি ফোল্ডার তৈরি করে তার নামের শেষে .jar লাগিয়ে দিন। এখানে আমরা music.jad ফোল্ডার তৈরি করেছিলাম তাই নতুন ফোল্ডারের নাম হবে music.jar এবার লক্ষ্য করুন আপনার আগের ফোল্ডার টি মানে music.jad হাইড হয়ে গেছে।
এখন ফোল্ডার টি আন হাইড করবেন কিভাবে তাই ভাবছেন। খুব সহজ music.jar ফোল্ডারটি ডিলিট করুন।
নকিয়া ২৭৩০c তে পরিক্ষিত।
আমার পিসি তে নেট কানেকশন নাই তাই কমেন্ট রিপ্লাই দিতে পারবনা হয়তো। বুঝতে সমস্যা হলে ফেসবুকে যোগাযোগ করুন।
ফেসবুক প্রোফাইল

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger