নিজেই বানিয়ে ফেলুন আপনার বিজনেস কার্ড

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৭:৫৬ PM | টিউন বিভাগঃ
দরকারে বেদরকারে আমাদের প্রায়ই বিজনেস কার্ড বানানোর প্রয়োজন পড়ে। আজ আপনাদের খুব সহজ ভাবে দেখাবো কিভাবে একটি সুন্দর বিজনেস কার্ড তৈরি করা যায়। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বিজনেস কার্ড তৈরি করা যায়।
যেভাবে করবেন
বিজনেস কার্ড তৈরি করতে আপনার লাগবে Business Card Designer সফটওয়্যারটি। এই সফটওয়্যারটি ডাউনলোড করুন।
ডাউনলোড করার নিয়ম

ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি ইনস্টল করে রান করুন। তাহলে নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।

এবার আপনি যেই থিমের মত করে কার্ড বানাতে চান তাতে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করুন। থিম সিলেক্ট করা হয়ে গেলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন।

থিম সিলেক্ট করার পর কার্ডটিকে এডিট করে আপনার মত করে নিন। কার্ড তৈরি করা হয়ে গেলে ফাইল মেনু থেকে Save As Image বাটনে ক্লিক করুন তাহলেই আপনার বিজনেস কার্ড তৈরি হয়ে যাবে।

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger