Android মজা [পর্ব-২২]:: ইন্সটল করা সফটওয়্যারগুলোর Backup নিন সুন্দর একটি Apps ব্যবহার করে

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৮:১২ PM | টিউন বিভাগঃ
আমরা অনেকে Google Play Store অথবা অন্য সাইট থেকে মোবাইলে Apps ইন্সটল করি কিন্তু Apps গুলোর Backup ফাইল দ্বারা দেয় না, সরাসরি মোবাইলে ইন্সটল হয়ে যায়। ইচ্ছা করলে অন্য বন্ধুকে Apps গুলো দিতে পারি না, আজ আমি আপনাদের এমন একটি Apps দিব যা দিয়ে আপনি আপনার সেটের স্পীড এবং ইন্সটল Apps গুলোড অতি সহজে Backup এবং শেয়ার করতে পারবেন নিচের পদ্ধতি গুলো অনুসরন করে।
এর জন্য আপনাকে এখান থেকে AndroidAssistant Apps টি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করুন।

তারপর Tools মেনুতে ক্লিক করে নিচের App Backup এ ক্লিক করুন ।

এবার আপনি যে Apps কে Backup রাখতে চান তা সিলেক্ট করে Backup Selected ক্লিক করুন।

তাহলে আপনার Apps গুলো আপনার মেমোরী/ফোন মেমোরীতে Backup ফাইল হিসাবে চলে যাবে, এবার আপনি আপনার বন্ধুকে Apps দিতে পারবেন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।।
আল্লাহ হাফেজ।

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger