পিসি’র মতো মাউস পয়েন্টার ব্যবহার করতে চান অ্যান্ড্রয়েডে? দেখে নিন কিভাবে!!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৬:০১ PM | টিউন বিভাগঃ
অ্যান্ড্রয়েডে এবার ব্যবহার করুন কম্পিউটারের মতো কিবোর্ড। সচরাচর আমরা কম্পিউটারে মাউস ব্যবহার করি পয়েন্টারকে নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু, অ্যান্ড্রয়েডেও তেমনটিই হবে তবে একটু ভিন্ন। অ্যান্ড্রয়েডে এই সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র একটি ব্রাউজারে যা’তে এই সুবিধাটি ছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা। কি আছে এই Puffin Browser-এ নিম্নরুপ:--
1. ব্রাউজ করা সাইটগুলো সুসজ্জিত Tab- এ দেখাবে হোমস্ক্রিনে,
2. চমৎকার Menu-র রাখা হয়েছে,
 
 
 
3. আছে add-ons এর ব্যবস্থাও,
 
 
 
4. ডিসকানেক্ট হয়ে গেলে রিকানেক্টের জন্য আছে ‘Reconnect server’ অপশন, কানেকশন স্পীড দেখার জন্য আছে Speed bar- এর ব্যবস্থা,
 
 
 
5. আর সবচেয়ে মজার একটি জিনিস যা Laptop- এ থাকে Mouse Pad যা দিয়ে পয়েন্টারকে নির্দেশনা দেওয়া যাবে,
 
 

আমাদের সাথেই থাকুন!!

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন!

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger