এন্ড্রয়েড ডিভাইসে ক্যালিব্রেশন করে আপনার ব্যাটারির ক্ষমতা দিগুন করে নেন! (১০০% গ্যারান্টি চার্জ থাকবেই)

এন্ড্রয়েড ডিভাইসে ক্যালিব্রেশন করে আপনার ব্যাটারির ক্ষমতা দিগুন করে নেন! (১০০% গ্যারান্টি চার্জ থাকবেই)
সবাই কে সালাম জানিয়ে আমার আর একটি টিউন শুরু করছি!
আমাদের এন্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা একটু বেশি করতে হয়।
তবে এর থেকেও চিন্তার বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ব্যবহারকারীর এন্ড্রয়েড ফোনে চার্জ খুব কম থাকে।
এটি ব্যাটারি নষ্ট না হলেও ডিভাইসের সিস্টেম ত্রুটির কারোনেও হতে পারে।
আজ আমরা দেখবো কিভাবে এই ত্রুটি দুর করা যায়।
এন্ড্রয়েড ফোনে যাদের চার্জ কম থাকে কিংবা হুট করে ২০% থেকে চার্জ কমে ০% হয়ে যায় এমন সমস্যায় ভুগছেন তারা ব্যাটারি ক্যালিব্রেশন করে নিতে পারেন।
মূলত আমাদের ফোনের বিশেষ স্মার্ট সেন্সর থাকে যা নিয়ন্ত্রণ করে ব্যাটারি,
এর সাহায্য ব্যাটারির চার্জ কতটুকু আছে তা আপনাকে দেখায় ব্যাটারি।
কিন্তু এই প্রোগ্রামে যদি কোনও ত্রুটি থাকে তবে ডিভাইস আপনাকে সঠিক পরিসংখ্যান দেখাবেনা।
এক্ষেত্রে আপনাকে ব্যাটারি ক্ষমতা বাড়াতে ক্যালিব্রেশন করে নিতে হবে।
রুট করা সেটের ক্ষেত্রে বিভিন্ন আপ্লিকেশান দিয়ে আপনি ব্যাটারি ক্ষমতা বাড়াতে ক্যালিব্রেশন করে নিতে পারেন কিংবা সেট যদি রুট করা না থাকে তবে আপনার পক্ষে ক্যালিব্রেশন করতে কিছুটা সমস্যা হবে কিন্তু তাও সম্ভব।
আমরা আগে দেখবো রুট ডিভাইসে কিভাবে ব্যাটারি ক্যালিব্রেশন করবেন।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই Battery Calibration অ্যাপ নামিয়ে নিন, Download Link
এবার অ্যাপটি ইন্সটল শেষে আপনাকে ডিভাইসের চার্জ এক টানা ১০০% করে নিতে হবে।
ডিভাইসের চার্জ ১০০% দেখালে অ্যাপটি চালু করুন।
অ্যাপটি চালু করলে অ্যাপ সুপার ইউজার অনুমতি চাইবে। দিয়ে দিন।
এবার অ্যাপটি চালু অবস্থায় ব্যাটারি লেভেল ফুল (১০০%) আছে কিনা দেখুন।
যদি ১০০% থাকে তবে “ছালিব্রাতে / বাত্তেরি ছালিব্রাতিয়ন” অপশনে ক্লিক করুন।
এবার সেট বন্ধ করুন এবং চার্জে লাগান।
চার্জ লাগানো অবস্থায় ১০০% হলে ১ ঘন্টা রেখে দিন চার্জে দিয়েই। এর পর সেট অন করুন।
কাজ শেষ!
এবার আসি যাদের ডিভাইস রুতেড না তারা কি করবেন! হ্যা আপনার ডিভাইস রুট করা না থাকলেও আপনি চাইলেই ম্যানুয়ালি উপায়ে ক্যালিব্রেশন করতে পারেন।
তবে এটা কিছুটা সময় সাপেক্ষ।
নিচের ধাপ সমূহ অনুসরণ করুন।
১। ডিভাইস চালু করে (১০০%) হওয়া পর্যন্ত চার্জ দিন এবং ১০০% হলে টানা এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন
২।
এবার ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করে সাথে সাথে পাওয়ার অফ করে দিন
৩।
আবার ডিভাইস বন্ধ অবস্থায় এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন
৪।
চার্জার যুক্ত অবস্থায় ডিভাইস পাওয়ার অন বা চালু করুন এবং আবার এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন
৫। ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করে সাথে সাথে পাওয়ার অফ বা বন্ধ করুন পুনরায়,
ডিভাইস বন্ধ অবস্থায় এক ঘণ্টা চার্জে সংযুক্ত রাখুন
৬।এখন ডিভাইস চার্জার থেকে বিচ্ছিন্ন করে সাধারন ভাবে ব্যাবহার করুন যতক্ষণ না ব্যাটারি সম্পূর্ণ শেষ হচ্ছে।
চার্জ ০% হলে আবার এক টানা ১০০% চার্জ দিয়ে দিন।
৮। কাজ শেষ! এবার অপারেটিং সিস্টেম ডিভাইসের ব্যাটারির সম্পর্কে একটা ভালো ধারনা পাবে, ডিভাইসে প্রোগ্রাম সম্পর্কিত সমস্যা দুর হবে।
হুট করে আর চার্জ ডাউন হয়ে যাবেনা।
টিউমেন্ট করে জানান আপনার প্রয়োজনীয় কোন বিষয়ে জানতে চান।
কোনো সমস্যা বা বুঝতে না পারলে আমাকে ফেসবুক এ পাবেন>> আমার ফেসবুক আইডি

আপনার এন্ড্রয়েড মোবাইলে বাংলায় সময় বলে দিবে(কম্পিউটারের মত)

আপনার এন্ড্রয়েড মোবাইলে বাংলায় সময় বলে দিবে(কম্পিউটারের মত)
আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন ? আসা করি মহান আল্লাহর রহমতে ভাল আছেন ।
আপনার কম্পিউটারে বাংলায় সময় বলার জন্য ঘড়ি আছে কিন্তু আপনার এন্ড্রয়েড মোবাইলের জন্য বাংলায় সময় বলার জন্য কোন ঘড়ি এতদিন ছিল না । এরকম একটি এ্যাপলিকেশন খুজছিলাম ইংরেজি বা অন্য ভাষার জন্য ছিল বাংলায় পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম । এটা কম্পিউটারের মত আপনার সময় দেওয়া অনুযায়ী পনের মিনিট, ত্রিশ মিনিট, এক ঘন্টা পর পর মেয়ে কণ্ঠে বাংলায় সময় বলে দিবে ।

Bangla Speaking Clock এই Apps টি ডাউনলোড করুন Google Play থেকে আর যদি না পারেন তাহলে এখান থেকে ডাউনলোড করুন ।
আল্লাহ হাফেজ ।

এন্ড্রুএড ব্যবহার কারিরা নিয়ে নিন ঝামেলা বিহিন কল রেকডর মাত্র ৭০০ কেবি

এন্ড্রুএড ব্যবহার কারিরা নিয়ে নিন ঝামেলা বিহিন কল রেকডর মাত্র ৭০০ কেবি
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশাকরি ভালো আছেন আজ আমি এমন একটি এন্ড্রুএড এর কল রেকডর সেয়ার করব যেটা অনন্য কল রেকড এর চাইতে ভিন্ন  এক নজরে দেখে নিন এর বিশিষ্ট

কল রেকডর এর বিশিষ্ট
1.এই এপ টি এপ মেনু থেকে হাইড হয়ে থাকবে
2.এটি Android/data/callrecoder এর মধ্য আপনার রেকড কৃত ফাইল গুলো পাবেন 
3.এটি কোন বিপ সাউন্ড করবে না
4.টির সাইজ একেবারেই কম
এপ টি এখান থেকে ডাউনলড করুন
সব মিলিয়ে এপ টি আমার কাছে অনেক ভাল লেগেছে আশা করি আপনাদেরও ভাল লাগবে :-)

পিসি’র মতো মাউস পয়েন্টার ব্যবহার করতে চান অ্যান্ড্রয়েডে? দেখে নিন কিভাবে!!

অ্যান্ড্রয়েডে এবার ব্যবহার করুন কম্পিউটারের মতো কিবোর্ড। সচরাচর আমরা কম্পিউটারে মাউস ব্যবহার করি পয়েন্টারকে নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু, অ্যান্ড্রয়েডেও তেমনটিই হবে তবে একটু ভিন্ন। অ্যান্ড্রয়েডে এই সুবিধাটি পাওয়া যাবে শুধুমাত্র একটি ব্রাউজারে যা’তে এই সুবিধাটি ছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা। কি আছে এই Puffin Browser-এ নিম্নরুপ:--
1. ব্রাউজ করা সাইটগুলো সুসজ্জিত Tab- এ দেখাবে হোমস্ক্রিনে,
2. চমৎকার Menu-র রাখা হয়েছে,
 
 
 
3. আছে add-ons এর ব্যবস্থাও,
 
 
 
4. ডিসকানেক্ট হয়ে গেলে রিকানেক্টের জন্য আছে ‘Reconnect server’ অপশন, কানেকশন স্পীড দেখার জন্য আছে Speed bar- এর ব্যবস্থা,
 
 
 
5. আর সবচেয়ে মজার একটি জিনিস যা Laptop- এ থাকে Mouse Pad যা দিয়ে পয়েন্টারকে নির্দেশনা দেওয়া যাবে,
 
 

আমাদের সাথেই থাকুন!!

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন!

পাওয়ার বাটনে কোনরূপ স্পর্শ ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোন হাতে নিলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে

পাওয়ার বাটনে কোনরূপ স্পর্শ ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোন হাতে নিলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে
সবাইকে সালাম ও শুভেচ্ছা। এবং আমার প্রকাশিত ১ম পোস্টে স্বাগতম।
হ্যাঁ, এখন থেকে বার বার আপনার এন্ড্রয়েড ফোনের ডিসপ্লে চালু করার জন্য পাওয়ার বাটন প্রেস করতে হবে না, শুধুমাত্র পকেট থেকে ফোন বের করলে কিংবা কোন সমতল স্থান থেকে ফোন তুললেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে ! বার বার পাওয়ার বাটন চাপাটা যেমন বিরক্তিকর কাজ; তেমনি এর ফলে পাওয়ার বাটন ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে । সেই জন্যই এই ব্যবস্থা ! তবে এ ধরণের আরও কিছু সিস্টেম আছে, যেগুলো পরবর্তীতে সময় পেলে শেয়ার করবো...
এটি কিভাবে কাজ করে?
এ জন্য আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান Awesome On Off Ultimate ব্যবহার করতে হবে । এটি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে কাজ করে কাজ করে । একটি নির্দিষ্ট কোণে আপনার ফোনটিকে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন করে দেয় । তবে মজার বিষয় হল, এটি চার্জের ওপর লক্ষণীয় কোন প্রভাব ফেলে না বললেই চলে । আর অ্যাপটি ইন্সটল করে নিজের প্রয়োজনমত সেটিং করে নিতে পারলে ব্যবহার করে অবশ্যই মজা পাবেন ।
Free Download Awesome On Off Ultimate
এই অ্যাপটি ফ্রি নয় । Play Store থেকে এটি নামাতে হলে আপনাকে 2.23$ পরিশোধ করতে হবে । তবে আমি এটি আপনাদের দিচ্ছি একদম ফ্রিতে, তাও আবার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক সহ ! সাইজঃ ৪৫০ কিলোবাইট !
ডাউনলোড করুন http://bit.ly/asmonoff
Designed by MD Nazmul islam

Powered by Blogger