জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ২:০৫ AM | টিউন বিভাগঃ
স্বার্থ! ব্যবসায় স্বার্থ হল মেইন জিনিস। স্বার্থ ত্যাগ করলে, ব্যবসায় মার নিশ্চিত। গ্রামীণফোনও শেষ মেশ সেই কেরামতিও দেখাল। আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কত কিনা ছলনা করতে হয়। আজকে আমরা অনেক আগেই আপনাদের কাছে ফেসবুক বন্ধের ব্রেকিং নিউজ দিয়েছি। ব্রেকিং নিউজঃ গ্রামীণফোনে ফ্রী ফেসবুক বন্ধ ঘোষণা!!! এখানে দেখতে পারেন। :)
এই নোটিশ ১ সপ্তাহ আগেই জানা গিয়েছিল। কিন্তু অফিশিয়াল ঘোষণা না আসায়, আমরা কোথাও ছাপাতে পারি নাই। আজকে সকালে ঘোষণা দেয় তাদের অফিশিয়াল সাইট থেকে।  আমরা আগেই বুঝতে পেরেছিলাম, সারা জীবনতো আর ফেসবুক ফ্রী দেবে না... অবশ্যই ডাল মে কুছ কালা হেয়! :P সেই কালা ধরা পড়লো একমাস পর! সেই ১৫ সেপ্টেম্বর চালু করছিল, আজ ১৫ অক্টোবর তা বন্ধ হয়ে গেল। আসলে এই এক মাস ফ্রী দেওয়ার পিছনে ছিল তাদের মহৎ এক উদ্দেশ্য! সেই একই উদ্দেশ্য যখন বাংলালিংক ১০ দিন আগে চালু করেছিল, তখন সবাই গর্বের সাথে বলেছিল- এর চেয়ে গ্রামীণফোনের ফ্রী ফেসবুক উত্তম! তারা না কি নিঃস্বার্থ ভালবাসা প্রদান করে! :P
যাই হোক, এখন আলোচনা করবো তাদের সেই মহৎ উদ্দেশ্য ও নিঃস্বার্থ ভালবাসার আদি-অন্ত নিয়ে। চলুন আজকের বিস্তারিত জেনে আসি। আশা করি কষ্ট লাঘব হবে। :(

 ফ্রী ফেসবুক পেতে বিস্তারিতঃ

উপরের ইয়া বড় নোটিশ হতে বুঝতেই পারছেন, তাদের আসল মতলব। আমাদের কি করা! তাদের পাঁচ কোটি গ্রাহক হইছে। তাই তাদের সুখের দিনে সাধারণ মানুষকে একটু শক দিলো আর কি! এখন আসেন, জেনে নিন কিভাবে সারাদিন ফেসবুকের মজা লুটবেন। এখানে তারা দুটা রাস্তা খোলা ছেড়ে দিয়েছে। আমরা দুটা রাস্তা বর্ণনা করলাম।

প্রথমে *৫০০*০০# dail করেন।তারপর *৫০০*৮০# dail করে ২ টাকা দিয়ে ৪ এম্বি নিবেন তাহলে এম্বি এর মেয়াদ ১ মাস বারবে ।তাহলে আপনি ১ মাস ফ্রি ফেইসবুক চালাতে পারবেন। তারপর নিচের যে কোন একটা pakage active করেন।

৯এমবি প্যাকে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক

  • এই প্যাক কিনলে আপনি ফ্রী নন-স্টপ ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ ফ্রী ফেসবুকের সাথে ৯ এমবি ফ্রী পাবেন।
  • প্যাকেজের মেয়াদ মোট ৩ দিন।
  • যত দিন মেয়াদ থাকবে, তত দিন মাগনা ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ অ্যাক্টিভ করতে ডায়াল করুন, *500*10#
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • ১৫% ভ্যাট প্রযোজ্য! FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।

১৫ টাকার ইন্টারনেট স্ক্রাচ কার্ডে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক!

  • এই প্যাক হল, ইন্টারনেট স্ক্রাচ কার্ড ভিত্তিক, যাতে নন-স্টপ ফ্রী ফেসবুক।
  • দোকান থেকে ১৫ টাকা দিয়ে কিনে, ঘসে অ্যাক্টিভ করুন।
  • ফ্রী ফেসবুকের পাশাপাশি ১৫ এমবি ফ্রী ইন্টারনেট পাবেন।
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • এটির মেয়াদ মোটে ৩ দিন। FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।
  • যত দিন স্ক্রাচ ঘসবেন আর মেয়াদ থাকবে তত দিন ফ্রী ফেসবুক।

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger