সব অপারেটর 2g & 3g Data Pack এবং সকল অপারেটর Info কোন ইন্টারনেট ছাড়াই শুধু মাত্র একটি App দিয়ে। For androaid>>>

সব অপারেটর 2g & 3g Data Pack এবং সকল অপারেটর Info কোন ইন্টারনেট ছাড়াই শুধু মাত্র একটি App দিয়ে। For androaid>>>

প্রিয় বন্ধুরা,

Android Mobile -রে খুবই প্রয়োজনীয় একটি সম্পূর্ণ বাংলা App আপনারা যারা বিভিন্ন ধরনের সীম ব্যবহার করেন কিন্তু কোন ইন্টারনেট প্যাক অথবা অন্য কোন প্রকার সাহায্য জন্য কাস্টমার কেয়ার কল করেন তাদের জন্য এই App বিরাট কার্যকর।

আপনি এই App দিযে যে সুবিধা ভোগ করবেন:

Banglalink, Grameenphone, Robi, Teletalk, Airtel




Balance Inquiry, (check),
Remaining Internet balance (check),
Internet Balance/validity(for *PAYG),
Internet Balance/validity (except*PAYG)  ডালাল অটোমেটিক শুধু Data Plan এ (Get) চাপ দিলে হবে আপনাকে সম্পন্ন্ ডায়ায় আপ দেখাবে।  2g এবং 3g Services নামে একটি Services থাকবে যার মাধ্যমে আপনি 3g activate এবং এবং আপনার এলাকায় 3g আছে কি না তা জানতে পারবেন। আরো একটি অবশন থাকবে যেখানে আপনার Emergency Balance, আপনার নম্বর, IMEI নম্বর সহ আরো অনেক কিছু পাবেন। শুধু মাত্র একটি মাত্র App দিয়ে।

এখানে ক্লিক করে https://play.google.com/store/apps/details?id=com.walton.internetdataplan করুন

এবং Google Play Store সাক্স বক্সে লিখুন : BD  Data Plan

আশা করি আপনার অনেক উপকারে আসবে।
সবাইকে ধন্যবাদ

জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম!

জিপিতে সারাদিন ২৪ঘণ্টা নন-স্টপ ফ্রী ফেসবুক! আগেরটা বন্ধ! নতুন নিয়ম!
স্বার্থ! ব্যবসায় স্বার্থ হল মেইন জিনিস। স্বার্থ ত্যাগ করলে, ব্যবসায় মার নিশ্চিত। গ্রামীণফোনও শেষ মেশ সেই কেরামতিও দেখাল। আসলে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কত কিনা ছলনা করতে হয়। আজকে আমরা অনেক আগেই আপনাদের কাছে ফেসবুক বন্ধের ব্রেকিং নিউজ দিয়েছি। ব্রেকিং নিউজঃ গ্রামীণফোনে ফ্রী ফেসবুক বন্ধ ঘোষণা!!! এখানে দেখতে পারেন। :)
এই নোটিশ ১ সপ্তাহ আগেই জানা গিয়েছিল। কিন্তু অফিশিয়াল ঘোষণা না আসায়, আমরা কোথাও ছাপাতে পারি নাই। আজকে সকালে ঘোষণা দেয় তাদের অফিশিয়াল সাইট থেকে।  আমরা আগেই বুঝতে পেরেছিলাম, সারা জীবনতো আর ফেসবুক ফ্রী দেবে না... অবশ্যই ডাল মে কুছ কালা হেয়! :P সেই কালা ধরা পড়লো একমাস পর! সেই ১৫ সেপ্টেম্বর চালু করছিল, আজ ১৫ অক্টোবর তা বন্ধ হয়ে গেল। আসলে এই এক মাস ফ্রী দেওয়ার পিছনে ছিল তাদের মহৎ এক উদ্দেশ্য! সেই একই উদ্দেশ্য যখন বাংলালিংক ১০ দিন আগে চালু করেছিল, তখন সবাই গর্বের সাথে বলেছিল- এর চেয়ে গ্রামীণফোনের ফ্রী ফেসবুক উত্তম! তারা না কি নিঃস্বার্থ ভালবাসা প্রদান করে! :P
যাই হোক, এখন আলোচনা করবো তাদের সেই মহৎ উদ্দেশ্য ও নিঃস্বার্থ ভালবাসার আদি-অন্ত নিয়ে। চলুন আজকের বিস্তারিত জেনে আসি। আশা করি কষ্ট লাঘব হবে। :(

 ফ্রী ফেসবুক পেতে বিস্তারিতঃ

উপরের ইয়া বড় নোটিশ হতে বুঝতেই পারছেন, তাদের আসল মতলব। আমাদের কি করা! তাদের পাঁচ কোটি গ্রাহক হইছে। তাই তাদের সুখের দিনে সাধারণ মানুষকে একটু শক দিলো আর কি! এখন আসেন, জেনে নিন কিভাবে সারাদিন ফেসবুকের মজা লুটবেন। এখানে তারা দুটা রাস্তা খোলা ছেড়ে দিয়েছে। আমরা দুটা রাস্তা বর্ণনা করলাম।

প্রথমে *৫০০*০০# dail করেন।তারপর *৫০০*৮০# dail করে ২ টাকা দিয়ে ৪ এম্বি নিবেন তাহলে এম্বি এর মেয়াদ ১ মাস বারবে ।তাহলে আপনি ১ মাস ফ্রি ফেইসবুক চালাতে পারবেন। তারপর নিচের যে কোন একটা pakage active করেন।

৯এমবি প্যাকে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক

  • এই প্যাক কিনলে আপনি ফ্রী নন-স্টপ ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ ফ্রী ফেসবুকের সাথে ৯ এমবি ফ্রী পাবেন।
  • প্যাকেজের মেয়াদ মোট ৩ দিন।
  • যত দিন মেয়াদ থাকবে, তত দিন মাগনা ফেসবুক ইউস করতে পারবেন।
  • প্যাকেজ অ্যাক্টিভ করতে ডায়াল করুন, *500*10#
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • ১৫% ভ্যাট প্রযোজ্য! FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।

১৫ টাকার ইন্টারনেট স্ক্রাচ কার্ডে সারাদিন ২৪ঘণ্টা ফেসবুক!

  • এই প্যাক হল, ইন্টারনেট স্ক্রাচ কার্ড ভিত্তিক, যাতে নন-স্টপ ফ্রী ফেসবুক।
  • দোকান থেকে ১৫ টাকা দিয়ে কিনে, ঘসে অ্যাক্টিভ করুন।
  • ফ্রী ফেসবুকের পাশাপাশি ১৫ এমবি ফ্রী ইন্টারনেট পাবেন।
  • ৩জি প্যাকটির স্পীড ৫১২ কেবিপিএস হতে ১এমবিপিএস।
  • এটির মেয়াদ মোটে ৩ দিন। FUP প্রযোজ্য! তবে কত? জানা নেই।
  • যত দিন স্ক্রাচ ঘসবেন আর মেয়াদ থাকবে তত দিন ফ্রী ফেসবুক।

এন্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালদের মত ফটোগ্রাফি করতে, আপনাকে যাদের সাথে চলতে হবে।

এন্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালদের মত ফটোগ্রাফি করতে, আপনাকে যাদের সাথে চলতে হবে।

আসসালামু আলাইকুম।
আশা করি, আল্লাহর অশেষ রহমতে আপনারা ভাল আছেন।  টেকটিউনস পড়ি কয়েক বছর থেকেই।  নিবন্ধন করা ছিল না।  যখন প্রয়োজন অনুভব করলাম তখন পাই নাই। টেকটিউনস কর্তৃপক্ষকে ধন্যবাদ, নতুন নিবন্ধনের সুযোগ করে দেয়ার জন্য।
এটা আমার প্রথম টিউন, সুতরাং ভুল হলে ক্ষমার দৃষ্টির সহিত দেখবেন (আশাবাদী)।
অনেক কথা শুনাইলাম মনে হয়।  এবার আসেন বকবক করি।
চাইনিজ কোম্পানির অবদানে হোক আর বিরাট কোন নামকরা কোম্পানির অবদানে হোক, এন্ড্রয়েড ডিভাইস এখন প্রায় হাতে হাতে। আমরা কেনার সময় ফিচার চার্টে তাকানোর শুরুতেই চোখ রাখি "কত মেগাপিক্সেল ক্যামেরা "। দেখে কেনা ভাল।
কিন্তু শুধুমাত্র ক্যামেরা ভাল হলেই কি  হল?
নাহ, সাথে এডিটিং এর একটা ব্যাপার (স্যাপার)  থেকেই যায়। অনেকে বলবেন পিসি আছে।
আমি বলি আর কার কার আছে?
না হয় আছে, এন্ড্রয়েড কি খুব পিছিয়ে?  অনেক  এপস আছে এডিটিং করার জন্য।  এখন দরকার শুধু পরচর্চা বা অভিজ্ঞতার।
অনেক টিউন দেখেছি পিসির ফটোশপ নিয়ে, কিন্তু এন্ড্রয়েড নিয়ে কেউ আসেনি।  অনেকেই এপস শেয়ার করেছেন কিন্তু ব্যাবহার বিধি কেউ বলে নি।
কি ভাবতেছেন?  "বাছা কি কয় "
আমি ঠিক কথাই বলি। এখন টেকটিউনস এর ভিজিটরদের অধিকাংশই এন্ড্রয়েড ব্যাবহার কারী।।
আমি আজকে শুধু কয়েকটা এপস এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই।  চিনে নিবেন দয়া করে...।
আগের চেনা থাকলেও আজকে একটু আলাদা ভাবে চিনে নেবেন।
আগামীতে টিউটোরিয়াল নিয়া হাজির হব ইনশাআল্লাহ।
বকবক শেষ।
1.Snapseed

ছবি এডিটিং করতে গেলে সবার আগে আমরা Brightness,contrast, saturation ইত্যাদি অন্যান্য আলো সংক্রান্ত যায়গায় হাত দেই। তারপর অন্য কিছু। যেমনঃ Effect,Len's flare, HDR effect ইত্যাদি। তার জন্য আমরা এই এপস ইউজ করবো। আমার মনে হয় না এর মত ভাল ফলাফল দিতে পারে এমন দিত্বীয় এপস পাওয়া যাবে..। আমি এর প্রেমে পরে গেছি..।। তাছাড়া এটায় ইফেক্ট দেওয়ার সুবিধাও আছে..।



 Download link একদম শেষে (তাই বলে টিউন পড়া বাদ দিয়েন না)
2.PicsArt
PicsArt
এটা আরো অস্থির একটা জিনিস...।
এরও অনেক ইফেক্ট দেয়া সুবিধা আছে।
ভাললাগে যখন কাস্টম টেক্সট দিয়ে লিখি। Paint করতে করতে মজার একটা জিনিস হয়ে যায়। Lens flare গুলা আরো ভাল লাগে... সাথে Clips Art গুলা এবং নিজে বানানোর প্রকিয়াটা।
টেক্সটে ছবি দেয়া যায়...। এটাকে আমি "A Complete Photoshop " বলি ..। খারাপ লাগে যখন Layer option পাই না। কি হইছে তাই? মজাই মজা। আমার টিউনের সব টেক্সট ইফেক্ট PicsArt দিয়ে করা।
Picsart




(Download link শেষে (("-"))
3. Adobe photoshop Touch
Adobe photoshop
সমস্যা নাই।। আমরা এইটা দিয়া layer এর কাজ সম্পন্ন করবো..।
এর কথা আর কি বলবো??????
আমি চাইনা Adobe কোম্পানিরে আপমান করতি✔ তালি পরে অরফাদ হইয়া যাবে.।।
যেখানে Adobe একটা বিশাল কিছু সেখানে এন্ড্রয়েড এর বেলায় তাদের পিচ্চি একটা ফটোশপ।। দুঃখ আর দুঃখ লাগে।।
Adobe




এই হল আজকের পরিচিতি। এপস গুলা ডাউনলোড দিয়া রাখেন।।।।
এন্ড্রয়েড ফটো এডিটিং (APE) Coming Soon......

ওহ্! ডাউনলোড লিঙ্কই তো দিনাই...।।।
((*_*))
ইজে ন্যান http://upfile.mobi/633852

কি ভাবেন ভুয়া?
না,ডাউনলোড করেন> ইন্সটল করেন> Data connection অন করেন> সার্চ বক্সে এপসএর নাম লিখেন. ডাউনলোড কইরালান!
এখানে গুগল প্লের সব এপ পাওয়া যায়।
এই জন্যে একে গুগল প্লে থেকে ব্যান করা হইছে।। কি মজা।
আফনেগো সমস্যা :
1.
2.
3.
5.
10.
.....
আমার সমাধান : টিউটমেন্ট করুন।
খুব দরকার হলে ফেসবুকে টোক্কা দ্যান।
FB/letzzs
আবারো মাফ চাচ্ছি।

এবার আপনি ভিডিও এডিটিং সহ আরো অনেক কাজ করুণ আপনার Android মোবাইল দিয়ে।

এবার আপনি ভিডিও এডিটিং সহ আরো অনেক কাজ করুণ আপনার Android মোবাইল দিয়ে।
আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল-ই আছি। আজ সকাল থেকে একটু বেস্ত। তারপর আরো নানা ঝামেলাতে আমার অবস্থা খারাপ। দুপুরের আগে তো পিসিতে বসার সুযোগ পাইনাই আর দুপুরের পরে বসার সুযোগ পেয়েও কুনো কাজ হয়নি। যাই হোক,সন্ধার আগে হয়তো আর সময় পাবনা ভেবেছিলাম। কিন্তু সময় ঠিক পেয়ে গেলাম।তাও এতো রাতে। আর ভাবলাম অন্যান্ন কাজ শুরু করার আগে আপনাদের সাথে কিছু শেয়ার করি।আমিতো প্রতিদিন কিছুনা কিছু শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালোই লাগে।এখন আমি আপনাদের সাথে একটি Android Software শেয়ার করব। আজকে আমি যা শেয়ার করতে যাচ্ছি তা আপনাদের আরো ভালো লাগার কথা। আমি যা শেয়ার করব তা হলো Magisto Video Editor & Maker।এটা দারা আপনি আপনার Android মোবাইল দিয়েই ভিডিও এডিটিং করতে পারবেন। আরো অনেক কিচিউ। এটার কাজ তো আপনারা জানেন। আমার মনে হয় কিছু বলতে হবেনা এটার সম্পর্কে। আর আপনাদের যদি কারো কুনো প্রিয় Game/Software থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার।Magisto Video Editor & Maker আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা ডাউনলোড করে উপভোগ করুন মজা।
Software Name:Magisto Video Editor & Maker.Apk
Download:Softwareটি ডাউনলোড করুন এখান থেকে।
আশা করি Softwareটি আপনাদের ভালো লাগবে। আর এটা শুধু ভালো লাগারই অংশনা এটা একটি প্রয়জনিয় এপ। এটা যে আপনার কত উপকারে আসবে তা আপনি বেবহার করলেই বুঝবেন। আর কিছু বলার নেই আমার। আপনারা আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ

এয়ারটেলে সারাদিন আনলিমিটেড ৩জি ইন্টারনেট মাত্র ৯ টাকায়!

এয়ারটেলে সারাদিন আনলিমিটেড ৩জি ইন্টারনেট মাত্র ৯ টাকায়!
প্রত্যেক মোবাইল অপারেটর ঈদকে কেন্দ্র করে ছাড়ছে নিত্যনতুন অফার! তেমনি তরুণদের এয়ারটেল এনেছে নানা অফার। এবার এয়ারটেল দিচ্ছে সারাদিন আনলিমিটেড ৩জি ইন্টারনেট । একদিন মেয়াদের আনলিমিটেড ইন্টারনেট মাত্র যেকোনো এয়ারটেল সিমের গ্রাহক প্যাকেজটি কিনতে পারবেন। আসুন প্যাকেজটির বিস্তারিত জেনে নেই! :)

প্যাকেজটির বিস্তারিতঃ

  • সারাদিন আনলিমিটেড প্যাকেজটি অ্যাক্টিভ করতে হতে ডায়াল করুনঃ *121*150#
  • আনলিমিটেড ৩জি ইন্টারনেট প্যাকটির সর্বচ্চো স্পীড পাবেন ৭ এমবিপিএস।
  • ৩০ এমবি পর্যন্ত ৭ এমবিপিএস স্পীড উপভোগ করতে পারবেন।
  • ৩০ এমবি এক্সেস করার পর FUP প্রযোজ্য হবে।
  • FUP- ফেয়ার ইউজেস পলিসি অনুসারে ৪০ কেবিপিএস আপ্লিকেবল হবে।
  • প্যাকেজটির নেট ব্যালেন্স জানতে ডায়াল করুনঃ *778*39#
  • আনলিমিটেড ৩জি ইন্টারনেট প্যাকেজটির মেয়াদ ১ দিন।
Designed by MD Nazmul islam

Powered by Blogger