Android এর Ram বাড়ানোর জন্য এটি একটি Review Post .

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৯:০৩ PM | টিউন বিভাগঃ
যার Ram মাত্র ৫১২। এতো কম Ram নিয়ে HD Game খেলা যায় না।
মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু হাল ছেড়ে দিলাম না, নেমে পড়লাম ম্যাকগাইভারের মতো গবেষনায় :p, মাথার ঘাম পায়ে ফেলার পর Ram কে কিভাবে বাড়ানো যায় পেয়ে গেলাম তার সমাধান। Frontline 2 এর মতো গেমগুলো এখন অনায়াসেই চলে কোন রকম Lag এবং Hang ছাড়া।

তো কিভাবে এর সমাধান করলাম তার বিস্তারিত বলি.... প্রথমে mobile phone টি root করি,
supersu pro নামাই--
google play store লিঙ্ক---- https://play.google.com/store/apps/details?id=eu.chainfire.supersu.pro

supersu pro install করার পর
Busy Box নামাই---- এটি-----  https://play.google.com/store/apps/details?id=com.bitcubate.busybox.pro

এই Busy box টি ভালো মনে হয়েছে আমার কাছে কারণ কম জায়গা লাগে install হতে, মাত্র 3.9 Mb.
তারপর ROEHSOFT RAM Expander (SWAP) টি নামাই,
google play store লিঙ্ক----  https://play.google.com/store/apps/details?id=com.swapit.expander.de

এটি ইন্সটল করার পর supersu permission grant করে Roehsoft ramexpander ওপেন করলে নিচের মতো ছবি আসবে---

Optimal Value তে ক্লিক করলে automatic swap file নির্ধারণ করে নিবে then swap active এবং অটোরান এ ক্লিক করে কাজ শেষ।
এখন যে কোন গেম খেলতে পারবেন মজা করে super speed এ ।
উপরের ছবি লক্ষ করুন SD Card: 1297 MB/ 331 MB Free-- memory card এর খালি জায়গা বুঝাচ্ছে
Ram: 471 MB/ 205 MB free-- Original Ram কতটুকু ব্যবহার হচ্ছে আর খালি আছে বুঝাচ্ছে।
SWAP: 509/ 464 MB Free--- কতটুকু SWAP তৈরী হয়েছে এবং ব্যবহার হচ্ছে বুঝাচ্ছে।
Total: 979 MB/ 669 Free---- Modify করার পর কতটুকু speed ব্যবহার হচ্ছে এবং কতটুকু খালি আছে বুঝায়।
ROEHSOFT RAM Expander (SWAP) সম্বন্ধে বলতেই হয়, অনেকেই বলেন এর জন্য external memory card এর দরকার install করতে কিন্তু আসলে তা নয়, আপনার mobile এর internal memory তেও এটি ভালভাবে কাজ করবে যেমন আমারটায় করছে তবে কথা থাকে class 8 বা তার উপরে memory card এর মান হলে better performance পাবেন । Optimal Value তে click করতে auto value তৈরী হবে এবং swap active দিয়ে কিছুক্ষন wait করে দেখবেন swap file তৈরী হয়ে close লেখা আসবে। নিচের ছবি দুটি লক্ষ করুন---


swap file টি internal memory তে সেভ হবে external memory card না থাকলে। এটি Delete করবেন না।
নিচের ছবি লক্ষ করুন----

আর একটি কথা ROEHSOFT RAM Expander (SWAP) ইন্সটল দেয়ার আগে অবশ্যই নিচের লিঙ্ক থেকে
MemoryInfo & Swapfile Check সফটি নামিয়ে ইন্সটল দিয়ে আপনার mobile এ ROEHSOFT RAM Expander (SWAP) সাপোর্ট করবে কিনা check করে নিবেন।
https://play.google.com/store/apps/details?id=com.roehsoft.meminfo
তো আজ এই পর্যন্তই, বিদায়।

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger