পবিত্র রমজান উপলক্ষে প্রয়োজনীয় একটি Android Apps.

খোশ আমদেদ মাহে রমজান। আর কিছু দিন পরই শুরু হচ্ছে মুসলমানদের ইবাদাতের উৎসব মাহে রমাজান। এই উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলাম দারুন একটি এনড্রয়েড অ্যাপস। ব্যবহার করে দেখুন আশা করি মজা ও উপকার দুটোই পাবেন।
ramjan
এই অ্যাপস এর মাধ্যামে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের সেহরী ও ইফতারীর সময় জানা যাবে। এখানে এলার্ম দেওয়ার একটি অপশনও রয়েছে।
ff
dd

হাজার হাজার ডলারের Android Paid Apk নামান বিনা পয়সায় আর মজা লুটুন খরচ ছাড়া!!:D

হাজার হাজার ডলারের Android Paid Apk নামান বিনা পয়সায় আর মজা লুটুন খরচ ছাড়া!!:D
এ যেন কোন আলাউদ্দিনের চেরাগ, দৌত্যের কাছে যা চাই তাই সাথে সাথে হাজির:p কি বিশ্বাস হচ্ছে না, নিজেই পরীক্ষা করে দেখুন বিশ্বাস না হলে, অামি তো আছি  টেকনিকটা শেয়ার করার জন্য ।
তো চলুন শুরু করা যাক, প্রথমে যে আপটি নামাবেন সেটার নাম দিন অথবা কপি করুন play store থেকে নিচের ছবির মতো--

তারপর web address google বার এ লেখুন zippyshare dj, নিচের ছবির মতো--

এখানে zippyshare dj প্রথমে যে search result টি আসলো এটি সিলেক্ট করুন অথবা নিচের লিঙ্কে এ যান নিচের ছবির মতো--
http://www.zippysharedj.com/

আপনি যে Apk টি নামাবেন সেটির নাম লিখুন  অথবা play store থেকে যেটি copy করেছিলেন জাস্ট paste করুন এবং search দিয়ে ডাউনলোড করে মজা নিন paid apk ফ্রী তে ব্যবহার করে।
 ও আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম এটা আসলে software এবং paid apk এর ব্ল্যাক মার্কেট।প্রায় ৮০% পেইড অ্যাপ পাবেন আপনি এখানে।
ধন্যবাদ সবাইকে।

আপনার websiter জন্য .TK domain নিন। ভিডিও tutrial

এটা আমার প্রথম ভিডিও tutorial ।আসলে অনেক জনে request করছিল তাই দিলাম। আজ আপনাদেরকে দেখাব কিভাবে একটি websiter  জন্য .TK domain নেওয়া যায়। চলুন তাহলে tutorial টি দেখে আশী।

https://www.youtube.com/watch?v=A0GNpr_U_RA

airtel free net update for android user[no limit]{6-20-14}

airtel free net update for android user[no limit]{6-20-14}
 আসসালামুয়ালাইকুম......দোয়া করবেন যেন ভালো ভালো টিউন নিয়ে হাজির হতে পারি...

যাইহোক অনেকেই নাকি এয়ারটেল ফ্রী চালাতে পারছেন না andrOid ফোন দিয়ে...তাদের জন্য আমার এই টিউন...

এখন এই ট্রিক দিয়ে আপনি এয়ারটেলে আনলিমিটেড ফ্রী চালাতে পারবেন... নেই কন 100MB limit ;)

প্রথমেই *121*7# dial করে যেকোন একটা প্যাকেজ কিনুন...3G package কিনলে এবং আপনার এরিয়াতে 3G থাকলে 3G speed পাবেন যেমন আমি পাচ্ছি :D
নয়তো 2g package কিনুন...
তারপর নিচের ওপেরা মিনি টা ডাওনলোড করুন
Yandex_opera_Mini_APK_7.5d_Handler_Ui_rev1_Android.apk (907.78 KB)

আমরা যেহেতু মেগাবাইট রেখে ব্যবহার করবো এবং পিছন দিয়ে ডাটা কাটতে andrOid expert তাই আমরা পিছন দিয়ে ডাটা কাটা অফ করে নিবো...
সেটা করতে settings=> Data usage এ যান
du.png
Option থেকে "Restrict Background" এ একটা টিক মারেন...
rb.png
তারপ্র নিচের মতো সেটিংস করে নিন...
Name:Trickbd.com
Proxy:141.0.11.253
port:80
apn:internet

settings.png
তারপর সেটিংস টা এক্টিভ করেন...
active t bd.png

তারপর ওপেরা হ্যান্ডেলার টা ইন্সটল করন...open করুন আনলক কোড
www.nextwap.net

তারপর front wuery তে শুধু লিখুন

103.4.145.81/
["/" দিতে ভুলবেন না]


দিয়ে ইন্সটল দিন...
Screenshot_2014-06-13-18-38-54.png


অনেক গুলা ফোনে ফাজলামু করবে ইন্সটল হতে চাবে না :/

তারা settings থেকে এয়ারটেলের যে অফিশিয়াল সেটিংস আছে প্রক্সি পোরট ছাড়া সেটা সিলেক্ট করুন......তারপর ওপেরা টা নিচের মতো সেটিংস করুন...
proxy type:real Host
server:
103.4.145.81

Screenshot_2014-06-13-18-38-29.png

then ওপেরা free কাজ করতে বাধ্য :D

বড় ফাইল ডাওনলোড করতে ওপেরা দিয়া http://hideme.be এ গিয়ে ডাওনলোড করুন

তাইলে আর কি আনলিমিটেড ফ্রী চালান...কোন জায়গায় আটকাইয়া গেলে কমেন্টান ;)

New android free net in gp with custom server.

New android free net in gp with custom server.
আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভালো ।
অনেক দিন GP দিয়ে এন্ড্রোয়েড এ ফ্রিতে স্পিড কম তাই আজকে একটা ট্রিক্স নিয়ে এলাম । আশা করি আল্লাহর রহমতে স্পিড ভালো পাবেন ।
প্রথমে নিচের মত করে সেটিংস করে নিন ।
Name: ctgwap
APN: gpwap
proxy: 10.128.1.2
port: 8080
এবার নিচের থেকে YANDEX টা ডাউনলোড করে ইনস্টল দিন ।
Click Here
Unlock code
http://www.nextwap.net
নোটঃ প্রথমে ইনস্টল দেবার সময় Show at start এর টিক চিহ্নটা তুলবেন না ।
ইনস্টল শেষ হয়ে গেলে আবার ওপেন করুন এবং নিচের মত করে সেটিংস করুন ।
Front Quary:
zero.wikipedia.org @
Proxy Type:
HTTP
Proxy Server:
bite4-cust.opera- mini.net:80
ব্যাস এবার Save করে সিরাম স্পিডে ফ্রি নেট চালান ।

কিছু কথা
১। ভালো হয় একটা 3G প্যাকেজ নিলে ।
২। FQ তে @ এর আগে একটা স্পেস হবে ।
৩। বড় ফাইল ডাউনলোডে সমস্যা হলে যে কোন প্রক্সি সাইট ব্যবহার করবেন ।
নিজে ভালো থাকবেন আর কাছের মানুষটিকে ভালো রাখবেন ।

ফ্রিতে SMS করুন। যেকোনো মোবাইলে, বিশ্বের যে কোন দেশে। সেরা ১০ টি সাইট।

ফ্রিতে SMS করুন। যেকোনো মোবাইলে, বিশ্বের যে কোন দেশে। সেরা ১০ টি সাইট।
আপনার PC থেকে নেট কানেকশনের মাধ্যমে এবার ফ্রিতে এসএমএস করুন।
সাইবার ক্যাফেতে ঢুঁ মেরেও এই ফ্রি এসএমএস করতে পারেন। বিশ্বের যেকোনো দেশে, বাংলাদেশের যে কোন অপারেটরে।

তাহলে দেখে নিন সাইট ১০ টির ঠিকানা-



সমস্যা হবে না আশা করি।
তাহলে এখনি শুরু করুন, আর এসএমএস করুন ফ্রিতে।
সমস্যা হলে আমাকে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।

ফেসবুকে যে কাজগুলো করলে আপনি নিচ্চিত ব্লক হবেন।

ফেসবুকে যে কাজগুলো করলে আপনি নিচ্চিত ব্লক হবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফেসবুক।
আধুনিক এই  যুগে ফেসবুকের বিকল্প নেই।
তবে আমরা যারা নতুন ফেসবুক ব্যবহার করি- সামান্য কিছু ভুলের কারনে
ফেসবুক আমাদেরকে ব্লক করে দেই।
এজন্য আমাদের ফেবু বাবহারের সময় একটু সচেতন হতে হবে।
যাহাতে ফেসবুক ব্লক হওয়া থেকে আমরা রক্ষা পায়।

এই নিয়ম গুলো মেনে চলুন-

  • ভুল তথ্য-
আপনার আকাউন্টে ভুল তথ্য দিলে আপনার আকাউন্ট টি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে।
তাই নিজের নাম থেকে শুরু করে সকল তথ্য সঠিক দেওয়ার চেষ্টা করুন।
  • অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো-
নতুন আকাউন্ট খুলে অনেকে অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। এটা আপনার ফেসবুক ব্লক হওয়ার মূল কারণ।
যারা আপনার পরিচিত  তাদের ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানোর চেষ্টা করুন। না হলে ৫০ টির বেশি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে ভেরিফিকেশন করতে বলবে;
না পারলে ব্লক খাবেন।
  • অবৈধ ছবি আপলোড করলে-
যে ছবি দৃষ্টি কটু, এরকম ছবি আপনি আপলোড করলে ব্লক খাবেন নিচ্চিত।
  • ফটো ট্যাগ-
অপিরিচিত কোন বন্ধু আপনার অয়ালে ফটো ট্যাগ করতে চাইলে, আপনি করতে দিবেন না।
শুধুমাত্র পরিচিতদের ফটো ট্যাগ পারমিশন দিবেন।
না হলে ব্লক থেকে বাঁচতেও পারবেন না।
  • তাছাড়া খারাপ ভাষা ব্যবহার করলে, কেউ সেটা রিপোর্ট করলেও আপনি ব্লক হবেন।

  • তাছাড়া স্প্যামিং করলে, বন্ধুদের অতিরিক্ত ম্যাসেজ করলে, বাজে কথা বললে; 
  • কাউকে হুমকি দিলে আপনার আকাউন্ট ব্লক হতে পারে।
এজন্য যতদুর সম্ভব চেষ্টা করুন উপরের কাজ গুলো করা থেকে বিরত থাকতে।

এই লেখাটা পড়তে পারেন। 

ধন্যবাদ সবাইকে।

এইবার এন্ড্রোইড এ এয়ারটেল ফ্রি নেট চালান নতুন হাই স্পীড প্রক্সি ও সেটিং দিয়া 04-06-2014

আশা করি ভাল স্পিড পাবেন ও এম্বি কেটে নেয়ার সম্ভোবনা থাকবে না।
Creat Configuration:
Name— nazmul
apn— internet
proxy— 37.228.106.226
port— 80

এরপর এখান থেকে পছন্দমত একটা অপেরা ডাঊনলোড করুন ।
এবার নিচের মত করে অপেরা হেন্ডেলার সেটিং করে নিন:

Front Query:
103.4.145.81/nph-index.cgi /sagor/http/
Proxy Type→ http
Proxy Server→
0.facebook.com

ব্যাস কাজ শেষ। ইনজয় করুন…ধন্যবাদ।

Android এর Ram বাড়ানোর জন্য এটি একটি Review Post .

Android এর Ram বাড়ানোর জন্য এটি একটি Review Post .
যার Ram মাত্র ৫১২। এতো কম Ram নিয়ে HD Game খেলা যায় না।
মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু হাল ছেড়ে দিলাম না, নেমে পড়লাম ম্যাকগাইভারের মতো গবেষনায় :p, মাথার ঘাম পায়ে ফেলার পর Ram কে কিভাবে বাড়ানো যায় পেয়ে গেলাম তার সমাধান। Frontline 2 এর মতো গেমগুলো এখন অনায়াসেই চলে কোন রকম Lag এবং Hang ছাড়া।

তো কিভাবে এর সমাধান করলাম তার বিস্তারিত বলি.... প্রথমে mobile phone টি root করি,
supersu pro নামাই--
google play store লিঙ্ক---- https://play.google.com/store/apps/details?id=eu.chainfire.supersu.pro

supersu pro install করার পর
Busy Box নামাই---- এটি-----  https://play.google.com/store/apps/details?id=com.bitcubate.busybox.pro

এই Busy box টি ভালো মনে হয়েছে আমার কাছে কারণ কম জায়গা লাগে install হতে, মাত্র 3.9 Mb.
তারপর ROEHSOFT RAM Expander (SWAP) টি নামাই,
google play store লিঙ্ক----  https://play.google.com/store/apps/details?id=com.swapit.expander.de

এটি ইন্সটল করার পর supersu permission grant করে Roehsoft ramexpander ওপেন করলে নিচের মতো ছবি আসবে---

Optimal Value তে ক্লিক করলে automatic swap file নির্ধারণ করে নিবে then swap active এবং অটোরান এ ক্লিক করে কাজ শেষ।
এখন যে কোন গেম খেলতে পারবেন মজা করে super speed এ ।
উপরের ছবি লক্ষ করুন SD Card: 1297 MB/ 331 MB Free-- memory card এর খালি জায়গা বুঝাচ্ছে
Ram: 471 MB/ 205 MB free-- Original Ram কতটুকু ব্যবহার হচ্ছে আর খালি আছে বুঝাচ্ছে।
SWAP: 509/ 464 MB Free--- কতটুকু SWAP তৈরী হয়েছে এবং ব্যবহার হচ্ছে বুঝাচ্ছে।
Total: 979 MB/ 669 Free---- Modify করার পর কতটুকু speed ব্যবহার হচ্ছে এবং কতটুকু খালি আছে বুঝায়।
ROEHSOFT RAM Expander (SWAP) সম্বন্ধে বলতেই হয়, অনেকেই বলেন এর জন্য external memory card এর দরকার install করতে কিন্তু আসলে তা নয়, আপনার mobile এর internal memory তেও এটি ভালভাবে কাজ করবে যেমন আমারটায় করছে তবে কথা থাকে class 8 বা তার উপরে memory card এর মান হলে better performance পাবেন । Optimal Value তে click করতে auto value তৈরী হবে এবং swap active দিয়ে কিছুক্ষন wait করে দেখবেন swap file তৈরী হয়ে close লেখা আসবে। নিচের ছবি দুটি লক্ষ করুন---


swap file টি internal memory তে সেভ হবে external memory card না থাকলে। এটি Delete করবেন না।
নিচের ছবি লক্ষ করুন----

আর একটি কথা ROEHSOFT RAM Expander (SWAP) ইন্সটল দেয়ার আগে অবশ্যই নিচের লিঙ্ক থেকে
MemoryInfo & Swapfile Check সফটি নামিয়ে ইন্সটল দিয়ে আপনার mobile এ ROEHSOFT RAM Expander (SWAP) সাপোর্ট করবে কিনা check করে নিবেন।
https://play.google.com/store/apps/details?id=com.roehsoft.meminfo
তো আজ এই পর্যন্তই, বিদায়।

ফটোশপের দুনিয়া [পর্ব - ০3] :: টুডি ছবিকে রুপ দিন থ্রিডিতে

ফটোশপের দুনিয়া [পর্ব - ০3] :: টুডি ছবিকে রুপ দিন থ্রিডিতে
আসসালামুওয়ালাইকুম।
আজ ফটোশপের দুনিয়া শীর্ষক চেইন টিউনের পঞ্চম পর্বে আমি দেখাব টুডি ছবিকে কিভাবে টুডির ভিতরেই থ্রিডির রুপ দেওয়া যায়। এই কাজে আমি কোন এক্সট্রা ৩ডি অপশন ব্যবহার করব না, তাই এই কাজটি যেকোন ভার্শনের ফটোশপে করা যেতে পারে। তো চলুন দেখাযাক কিভাবে এটা করা যায়।
আমি এই টিউটোরিয়ালে একটা বাঘের ছবি ইউস করেছি। প্রথমে ছবিটা ফটোশপে ওপেন করি।

এখানে একটা আক্রমনরত বাঘের ছবি ব্যবহার করা হয়েছে। আমরা লেয়ার প্যালেটে একটা Background নামে লেয়ার পাবো , আমরা এটাকে রিনেম করে নামটা চেঞ্জ করে নিতে পারি।

ব্যাকগ্রাউন্ড লেয়ারে ডাবলক্লিক করলেই আমরা এমন একটি ডায়ালোবক্স পাবো, এখান থেকে ইচ্ছামত নাম দিয়ে দিতে পারি।

নতুন একটা লেয়ার নেই।

উপরের চিত্রের মত অংশটুকু সিলেক্ট করি।

ফরগ্রাউন্ড কালার সাদা নিয়ে Alt+ Delete প্রেস করে সিলেক্টেড থাকা অংশটুকু সাদা রঙ দিয়ে পূর্ন করি। এখানে সাদা বাদে অন্য কালারও ব্যবহার করা যাবে, বর্ডার স্টালের প্যাটার্নও ব্যবহার করা যাবে।

এবার আবার ওই লেয়ারের মাঝের সদা অংশটুকু এমনভাবে ডিলিট করি যাতে এটা একটা বর্ডারের মত দেখায়।

এবার Ctrl+T প্রেস করি অথবা এডিট থেকে Free Transform সিলেক্ট করি। এবার Ctrl চেপে ধরে চিত্রের ন্যায় লেয়ারের একপাশের অংশ উপর নিচ থেকে সরু করে দেই। ঠিকমত হয়ে গেলে এন্টার প্রেস করি।

এবার টাইগার লেয়ার সিলেক্ট করে, উপরের অনুসারে অংশটুকু পেন টুলের সাহায্যে সিলেক্ট করি।

পেন টুলের সাহায্যে সিলেকশন হয়ে গেলে রাইট ক্লিক করে Make Selection থেকে Feather Radius 2 Pixels করে দেই।

সিলেক্ট করা হয়ে গেলে Ctrl+Shift+I প্রেস করে অথবা Select থেকে Inverse সিলেক্ট করে , অংশটুকুর বাহিরের অংশ সিলেক্ট করতে পারি।

এবারে Delete প্রেস করে লেয়ারের বাইরের অংশটুকু ডিলিট করে দেই।

সাদা কালার দিয়ে বাইরের অংশটুকু পূরণ করে দিতে পারি।


এবারে লেয়ার 1 সিলেক্ট করে চিত্রের মত সাদা অংশটুকু রিমুভ করে দেই।

এবারে Layer 1 এবং Tiger লেয়ার Merge করে দেই।

নতুন লেয়ারের লেয়ার স্টাইল থেকে Drop Shadow থেকে উপরের মত সেটিংস করে নেই।

লেয়ারটিকে রেটারসাইজ করে নেই।

আরো একটা ছবিকে এমন স্টাইল দিতে পারি।

আগের মতই একটা নতুন লেয়ার নিয়ে একটা বর্ডার ক্রিয়েট করি।

আবারো Free Transform থেকে উপরের মত প্রসেসটি করে নেই।

Dog লেয়ারে উপরের মত অংশটুকু সিলেক্ট করে নেই।


আগের মতই বাইরের অংশটুকু ডিলিট করি।

Eraser Tool দিয়ে মাঝের সাদা অংশটুকু সাবধানতার সাথে ডিলিট করি।
বর্ডার লেয়ার ও ডগ লেয়ার মার্জ করি, এবং নতুন মার্জ করা লেয়ারের লেয়ার স্টাইল আগের বাঘের লেয়ার স্টাইলের মত সেট করি।

এখন ব্যকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে একটা গ্রেডিয়ান্ট কালার দিতে পারি।


এভাবেই আমরা একটা টুডি ছবিকে টুডির ভিতরেই থ্রিডির লুক দিতে পারি। ধন্যবাদ!
Designed by MD Nazmul islam

Powered by Blogger