খুবই প্রয়োজনীয় একটি Android Apps, এই টিউনটি যদি ২০০০ জন আন্ড্রয়েড ব্যাবহারকারী পড়েন, তাহলে কমপক্ষে ১৫০০ জনই এটা ইন্সটল করবে বলে আমি আশা করি।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১০:৩০ PM | টিউন বিভাগঃ
Android Apps নিয়ে এর আগে আমি কখনো টিউন করিনি, এটাই Android Apps নিয়ে প্রথম টিউন। চেষ্টা করব ভালো কিছু ডেলিভারি দেয়ার, তবে শংক্ষিপ্ত এবং সহজ ভাবে।
১. আপনি আজ সারাদিন কতটুকু ইন্টারনেট ডাটা ব্যাবহার করেছেন?
২. আপনি আজ সারাদিন কতটুকু ওয়াই ফাই ডাটা ব্যাবহার করেছেন?
৩. আপনি সারামাস জুড়ে কতটুকু ইন্টারনেট এবং ওয়াই ফাই ডাটা ব্যবহার করেছেন?
৪. আপনি যখন ইন্টারনেট ব্যাবহার করছেন তখন কত স্পীডে ডাউনলোড-আপলোড হচ্ছে?
৫. যখন আপনি ইন্টারনেট ব্যাবহার করছেন না কিন্তু আপনার স্মার্টফোন ব্যাকগ্রাউন্ডে চুরি ইন্টারনেট ব্যাবহার করছে কি?
এ সকল প্রশ্নের উত্তর আপনি পাবেন ছোট একটি অ্যাপস্‌ ব্যাবহারের মাধ্যমে। অ্যাপস্‌টি আপনার এতটাই পছন্দ হবে যে, এটাই এতদিন আপনার জন্য প্রয়োজন ছিল।
অ্যাপস্‌টির নাম Internet Speed, এটি আপনার স্মার্টফোনের ইন্টারনেট স্পীড এবং ইন্টারনেট ব্যাবহার দেখাশুনা করবে এবং রেকর্ড রাখবে।
১. Internet Speed আপনার স্মার্টফোনের রিয়েল টাইম ইন্টারনেট স্পীড স্ট্যাটাসবারে এবং নোটিফিকেশন সেন্টারে দেখাবে।
২. প্রতিদিনের ইন্টারনেট ব্যাবহারের পরিমান রেকর্ড করে রাখবে।
৩. মোবাইল ডাটা ও ওয়াইফাই ডাটা আলাদা ভাবে দেখাবে, যাতে মোবাইল ডাটা খরচ আপনি মনিটর করতে পারেন।
৪. শেষ ৩০ দিনের ডাটার হিসাব সংরক্ষন করে রাখবে।

৫. এটা ফ্রী হলেও পুরোপুরি বিজ্ঞাপন মুক্ত।
৬. এটার ব্যাবহার খুবই সহজ এবং সাধারন, কিন্তু আসল কাজের কাজী।
ডাউনলোড করে নিন এই এখানে ক্লিক করে।
আমার পেজটি ঘুরে দেখার আমন্ত্রন রইলো

Previous
Next Post »
Designed by MD Nazmul islam

Powered by Blogger